ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

দাখিলের স্থগিত পরীক্ষা ২৭ ও ২৮ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ১৮, ২০২৩
দাখিলের স্থগিত পরীক্ষা ২৭ ও ২৮ মে

ঢাকা: ঘূর্ণিঝড় মোখার কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল স্তরের স্থগিতকৃত পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা গত ১৪ ও ১৫ মে হওয়ার কথা ছিল।

 

বৃহস্পতিবার (১৮ মে) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন জানান, আগামী ২৭ মে ইংরেজি প্রথম পত্র ও ২৮ মে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা হবে।  

এছাড়া আগামী ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।  

ঘূর্ণিঝড় মোখার কারণে এর আগে এসএসসি ও সমমানের দুদিনের পরীক্ষা স্থগিত করা হয়। সেসব পরীক্ষাও আগামী ২৭ ও ২৮ মে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।