ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

‘বি’ ইউনিটের পরীক্ষায় শাবিপ্রবিতে উপস্থিত ৯৮.২৮ শতাংশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ২০, ২০২৩
‘বি’ ইউনিটের পরীক্ষায় শাবিপ্রবিতে উপস্থিত ৯৮.২৮ শতাংশ

শাবিপ্রবি (সিলেট): কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শাবিপ্রবি উপকেন্দ্রে উপস্থিত ছিলেন ৯৮ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী।

শনিবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার।

তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে আমাদের কেন্দ্রে ২ হাজার ৫৬১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৫১৭ জন। অনুপস্থিত ছিল ৪৪ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৯৮ দশমিক ২৮ শতাংশ। এর আগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় চারটি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, সারা দেশে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকলের সহযোগিতায় এমন একটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে।

এর আগে দুপুর পৌনে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ২০, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।