ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

১ জুলাই থেকে মঙ্গলবারও সশরীরে ক্লাস হবে জবিতে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
১ জুলাই থেকে মঙ্গলবারও সশরীরে ক্লাস হবে জবিতে

জবি: প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী ১ জুলাই থেকে সপ্তাহে পাঁচদিনই সশরীরে ক্লাস চলবে।

 

সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন পূর্বক চলতি বছরের আগামী ১ জুলাই থেকে প্রতি মঙ্গলবার সশরীরে পুনরায় ক্লাস চালু হবে। তখন শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবহন সুবিধা চালু থাকবে।  

উল্লেখ্য, বিদ্যুৎ ও জালানি সাশ্রয়ের কথা বিবেচনায় গত বছরের ৯ আগস্ট থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার সব বিভাগের অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।