ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ: পাসের হার ৫৬.৩২ শতাংশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ: পাসের হার ৫৬.৩২ শতাংশ

শাবিপ্রবি (সিলেট): সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) মানবিক অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, রাতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৫৬.৩২ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ। শিক্ষার্থীরা তাদের রোল দিয়ে জিএসটির ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৯৬ হাজার ৪৩৪ জন। এর মধ্যে ৯৪ হাজার ৬৪১ জন পরীক্ষায় অংশ নেয়। তাতে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ২৯৬ জন। অকৃতকার্য হয়েছে ৪১ হাজার ৩৩৮ জন। পাসের হার ছিল ৫৬.৩২ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ৯০ নম্বরের ওপরে পেয়েছে ২ জন, ৮০ নম্বরের ওপরে ১০৩, ৭৫ নম্বরের ওপরে ৩৪৫ জন, ৭০ নম্বরের ওপরে ৯৯১ জন, ৬৫ নম্বরের ওপরে ২৩৩৩ জন, ৬০ নম্বরের ওপরে ৪৮৪১ জন, ৫৫ নম্বরের ওপরে ৮৯৮৫ জন, ৫০ নম্বরের ওপরে ১৪৯৭০ জন, ৪৫ নম্বরের ওপরে ২২৫৮৩ জন, ৪০ নম্বরের ওপরে ৩১৭৩৬ জন, ৩৫ নম্বরের ওপরে ৪২০৪৫ জন, ৩০ নম্বরের ওপরে ৫৩২৯৬ জন ও ৩০ নম্বরের নিচে ৪১৩৩৮ জন। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৩ দশমিক ২৫।

এবার গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে মোট ৭ হাজার ৭৪৬টি আসন রয়েছে। এ ইউনিটে (মানবিক) প্রায় ৯৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর আগে গত শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।