ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে বুধবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ৩০, ২০২৩
জাবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে বুধবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আগামী বুধবার (৩১ মে)। বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত  আবেদন করা যাবে।

এ বছর আবেদনের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের অনলাইন আবেদন চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হয়। আগামী বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এ বছর আবেদনের বয়সসীমা বাড়ানো হবে না। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আগের বছরের মতো এবারও শিফট পদ্ধতিতে জাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ১৮ থেকে ২২ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।  

এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক যোগ্যতা, নম্বর বণ্টন, প্রবেশপত্র ডাউনলোড ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ৩০, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।