ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে পাঁচ দিনব্যাপী ‘নাট্য পার্বণ’

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুন ৪, ২০২৩
জাবিতে পাঁচ দিনব্যাপী ‘নাট্য পার্বণ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): ‘সংস্কৃতির অবগাহনে শুদ্ধ হোক প্রতীতি’ স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘নাট্য পার্বণ-২০২৩’।

রোববার (৪ জুন) সংগঠনটির সাধারণ সম্পাদক ওমর ফারুক বান্না বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও জাহাঙ্গীরনগর থিয়েটার ‘নাট্য পার্বণে’র আয়োজন করতে যাচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী সোমবার ( ৫ জুন) নাট্য পার্বণের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।  

তিনি আরও বলেন, 'মঙ্গলবার (৬ জুন) অন্তর্যাত্রা নাট্যদলের প্রযোজনায় থাকছে নাটক ‘বনপাংশুল’। বুধবার (৭ জুন) আরণ্যক নাট্যদলের প্রযোজনায় ‘কহে ফেসবুক’ নাটক মঞ্চস্থ হবে। বৃহস্পতিবার (৮ জুন) জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজনায় 'দ্বিতীয় মৃত্যুর আগে' নাটক মঞ্চস্থ হবে। শুক্রবার (৯ জুন) দৃশ্যপট নাট্যদলের প্রযোজনায় 'সক্রেটিসের জবানবন্দি' নাটক মঞ্চস্থ হবে। '

প্রতিদিন সন্ধ্যায় সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দ্বীন মুক্তমঞ্চে নাটকগুলো মঞ্চস্থ হবে বলেও জানান তিনি।

এছাড়া নাট্য শিল্পী আলী মাহমুদকে ‘নাট্যজন’ এবং গাইবান্ধার সমাজকর্মী রেজওয়ান আহমেদ ‘গুণীজন’ সম্মাননা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।