ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভর্তি পরীক্ষায় ইউনিটভিত্তিক আসন সংখ্যা 

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ৫, ২০২৩
জাবিতে ভর্তি পরীক্ষায় ইউনিটভিত্তিক আসন সংখ্যা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন থেকে শুরু হচ্ছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬ অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও ৩ ইনস্টিটিউট মিলিয়ে মোট আসন সংখ্যা থাকছে ১ হাজার ৮৪৪ টি।

এর মধ্যে ছাত্রের জন্য ৯২২ এবং ছাত্রীদের জন্য ৯২২ টি আসন রয়েছে।

সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।

আবু হাসান জানান, এ বছর ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা আলাদা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ থেকে ২২ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ভুক্ত ‘এ’ ইউনিটে ৪৪৬টি আসন রয়েছে। এর মধ্যে ২২৩ টি আসন ছেলেদের ও ২২৩ টি আসন মেয়েদের। 'এ' ইউনিটভুক্ত গণিত বিভাগে ৬৬ টি,পরিসংখ্যান বিভাগে ৬৬ টি, রসায়ন বিভাগে ৭০ টি, পদার্থবিজ্ঞান বিভাগে ৬৪ ,ভূতাত্ত্বিক বিজ্ঞান ৪০ টি, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০ টি ,পরিবেশ বিজ্ঞান বিভাগে ৪০ টি ও আইআইটির জন্য ৫০ টি আসন রয়েছে। প্রতিটি বিভাগের আসন সংখ্যার অর্ধেক মেয়ে ও বাকি অর্ধেক ছেলেদের৷

সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৮৬টি আসন রয়েছে। এর মধ্যে ১৯৩ টি আসন ছেলেদের ও ১৯৩ টি আসন মেয়েদের। 'বি' ইউনিটভুক্ত অর্থনীতি বিভাগে ৭০ টি ,ভূগোল ও পরিবেশ বিভাগে ৬০, সরকার ও রাজনীতি বিভাগে ৬৬ টি,নৃবিজ্ঞান ৪০ টি, নগর ও অঞ্চল পরিকল্পনা ৪০ টি, লোক প্রশাসন ৫০ টি এবং আইন ও বিচার বিভাগে ৬০ টি আসন রয়েছে। প্রতিটি বিভাগের আসন সংখ্যার অর্ধেক মেয়ে ও বাকি অর্ধেক ছেলেদের৷

কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটে ৩৮৮টি আসন রয়েছে। আসন সংখ্যার অর্ধেক ছেলে ও বাকি অর্ধেক মেয়েদের। 'সি' ইউনিটভুক্ত বাংলা বিভাগে ৬০ টি, ইংরেজি বিভাগে ৬০, ইতিহাস বিভাগে ৬০, দর্শন বিভাগে ৫০, প্রত্নতত্ত্ব বিভাগে ৩৬, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৬০, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৩২ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ৩০ টি আসন রয়েছে।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ‘সি১’ ইউনিটে ৬৪টি আসন রয়েছে। 'সি১' ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ২৮ টি, চারুকলা বিভাগে ৩৬ টি আসন রয়েছে। প্রতিটি বিভাগের আসন সংখ্যার অর্ধেক মেয়ে ও বাকি অর্ধেক ছেলেদের৷

জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৩১০টি আসন রয়েছে। 'ডি' ইউনিটভুক্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগে ৬০ টি, প্রাণিবিদ্যা বিভাগে ৫০ টি, ফার্মেসী বিভাগে ৫০ টি, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে টি ৫০, মাইক্রোবায়োলজি বিভাগে ৩৬ টি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগে ২৪ টি ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে ৪০ টি আসন রয়েছে। প্রতিটি বিভাগের আসন সংখ্যার অর্ধেক মেয়ে ও বাকি অর্ধেক ছেলেদের৷

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসন রয়েছে। 'ই' ইউনিটভুক্ত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ৫০ টি, মার্কেটিং বিভাগে ৫০ টি, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ৫০ টি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৫০ টি আসন রয়েছে। প্রতিটি বিভাগের আসন সংখ্যার অর্ধেক মেয়ে ও বাকি অর্ধেক ছেলেদের৷

এছাড়াও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) বিবিএ প্রোগ্রামে ৫০টি আসন রয়েছে। এর মধ্যে আসন সংখ্যার অর্ধেক ছেলে ও বাকি অর্ধেক মেয়েদের।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।