ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে পাসের হার ৪১.৩৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ৫, ২০২৩
রাবি ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে পাসের হার ৪১.৩৫ শতাংশ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।   এতে পাসের গড় হার ৪১ দশমিক ৩৫ শতাংশ।

সোমবার (৫ জুন) বিকেলে এই ফল প্রকাশিত হয়েছে। রাবি জনসংযোগ দপ্তরের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

এবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৫১ জন আবেদনকারীর মধ্যে ৬৩ হাজার ৮৬৯ জন অংশ নেয়। পরীক্ষায় গ্রুপ-১ ‘এ’ পাস করেছে ২২ দশমিক ৪২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ৫০। গ্রুপ-২ ‘এ’ পাস করেছেন ৩৮ দশমিক ৩১ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর  ৮৪ দশমিক ৭৫ গ্রুপ-৩ ‘এ’ পাসের হার ৩২ দশমিক ৯৫ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮।

গ্রুপ-৪ ‘এ’ পাসেরর হার ২৪ দশমিক ৭৬ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ এবং গ্রুপ-৫ (অবিজ্ঞান) ‘এ’ পাসের হার ৮৮ দশমিক ৩২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮ দশমিক ৫০। পরীক্ষার বিস্তারিত ফলাফলসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd তে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।