ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষকদের গবেষণা ভাতা পুনরায় চালুর সিদ্ধান্ত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুন ৭, ২০২৩
জাবি শিক্ষকদের গবেষণা ভাতা পুনরায় চালুর সিদ্ধান্ত

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের গবেষণা ভাতা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ০৪ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৭ জুন) নাম প্রকাশ না করার শর্তে একজন সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ বছরের ১৮ এপ্রিল সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি। এতে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু থাকা গবেষণা ভাতার কথা উল্লেখ করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট ১৮ এপ্রিলের সিদ্ধান্ত স্থগিত করে এবং গবেষণা ভাতা যথা নিয়মে চালু রাখার সিদ্ধান্ত নেয়। এছাড়া ওই তারিখ থেকে যেসব শিক্ষকের গবেষণা ভাতা কর্তন করা হয়েছে, তাদের কর্তনকৃত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো।

এর আগে, গত ১৮ এপ্রিল গবেষণা ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।