ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

উপাচার্যের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন জাবির কর্মচারীরা

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
উপাচার্যের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন জাবির কর্মচারীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের আশ্বাসে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।  
রোববার (১১ জুন) বিকেলে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট স্থগিত করেছেন তারা।



এর আগে দুপুর দুইটায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সঙ্গে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের আলোচনা হয়।  

আলোচনায় উপাচার্য আগামী ঈদুল আযহার পরে প্রথম সিন্ডিকেট সভায় দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।  

কর্মসূচি স্থগিতের বিষয়ে কর্মচারী ইউনিয়নের সভাপতি বিপ্লব খান টিপু বাংলানিউজকে বলেন, আজ দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কর্মচারী ইউনিয়ন ও সমিতির আলোচনা হয়। আলোচনায় উপাচার্য ঈদের পরে প্রথম সিন্ডিকেট সভায় আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এজন্য আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি।  

এর আগে ১৪ দফা দাবিতে বুধবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেন কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন কর্মচারীরা।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।