ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সময়সীমা বাড়ল

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
জাবির হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সময়সীমা বাড়ল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের দায়িত্বকাল ১০ থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।

সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।



অফিস আদেশে রহিমা কানিজ বলেন, ৪ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের দায়িত্বকাল ১০ থেকে বাড়িয়ে ১৫ বছর করা হলো।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।