ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ববির হলের টয়লেট থেকে দেশিয় অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুন ২০, ২০২৩
ববির হলের টয়লেট থেকে দেশিয় অস্ত্র উদ্ধার

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ জুন) ভোরে উদ্ধারকৃত এসব অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এর আগে গত ৩ জুন বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের ব্যাপারে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও ইংরেজি বিভাগের শিক্ষক আরিফ হোসেন বলেন, বঙ্গবন্ধু হলের পাঁচ তলার একটি শৌচাগারের ফলস ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করার কথা আমাকে মুঠোফোনে জানিয়েছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে সকালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হলের আবাসিক শিক্ষার্থী আশিকুল ইসলাম জানান, ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি শৌচাগারে গেলে সেখানে হট্টগোল শুনতে পান। পরে অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত হয়ে একটি টয়লেটের ওপর কয়েকটি দা, কাঁচি, পাইপ ও স্ট্যাম্পসহ কিছু দেশিয় অস্ত্র দেখতে পান। এসব অস্ত্র দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে জমা দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে হল প্রভোস্টকে মুঠোফোনে জানান তারা।

এর আগে শেরে বাংলা হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত তিনজনকে সাময়িক বহিষ্কার করে হল কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন - বাংলা বিভাগের তাহমিদ জামান নাভিদ, রসায়ন বিভাগের মো. নাহিদ হাসান এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এবিএম মুশফিকুর রহমান। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।