ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

নতুন ৫ সিনেটর পেল জাবি

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
নতুন ৫ সিনেটর পেল জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের সদস্য হিসেবে সরকারের উচ্চপদস্থ পাঁচ কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সিনেট সদস্যরা জানান, ১৮ মে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারের পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের সিনট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর ১৯ (সি) ধারা অনুযায়ী তাদের মনোনয়ন দেয় সরকার।

মনোনীত সিনেট সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ঢাকা বিভাগের কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-২), এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১।

 আগামী ৩ বছর তারা এ দায়িত্ব পালন করবেন। তবে সিনেট অধিবেশনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে এ মেয়াদ শুরু হবে।

এদিকে শনিবার বিকেল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়টির ৪০তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে।

এ সভায় সরকার কর্তৃক মনোনীত ওই সিনেটরদের অংশগ্রহণের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।