ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

মাশরাফির দেওয়া বাসে নড়াইল গেলেন ৬ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
মাশরাফির দেওয়া বাসে নড়াইল গেলেন ৬ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): ঈদুল আজহার ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ মোট ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ এর অধিক শিক্ষার্থীকে নিরাপদে নড়াইলে পৌঁছে দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজার উপহারের ৪টি বাস।

শুক্রবার (২৩ জুন) নিজ নিজ ক্যাম্পাস থেকে বাসগুলো ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে মিলিত হয়।

এরপর সকাল সাড়ে ৮টায় চারটি বাস একত্রে নড়াইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, ঢাকা কলেজ ও সরকারি কবি নজরুল কলেজ।

মাশরাফির বাস উপহার দেওয়ার বিষয়ে জাবির নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আহমেদ ইশতিয়াক মৃদুল বলেন, ঈদযাত্রার ভোগান্তি কমাতে মাশরাফি ভাই আমাদের বাস উপহার দিয়েছেন। শিক্ষার্থীদের কল্যাণ সাধনে তিনি দৃঢ় প্রত্যয়ী। যেকোনো প্রয়োজনে আমরা আমাদের ভাইকে পাশে পেয়েছি। মাশরাফি ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আমরা তার মতো সংসদ সদস্য পেয়ে সত্যিই গর্বিত।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।