ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের ব্যয়ভার বহন করবে না জাবি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের ব্যয়ভার বহন করবে না জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দুর্ঘটনাজনিত কারণে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

রোববার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রাহিমা কানিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি ক্যাম্পাসের ভিতরে নিজস্ব কাজের জন্য চলাফেরার সময় এবং ক্যাম্পাসের বাইরে দুর্ঘটনাজনিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আহত হয় তাহলে তার চিকিৎসার ব্যয়ভার বহন করবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।