ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান।

মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) এ বি এম আজিজুর রহমানের সই করা এক সংশোধিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

 

গত ২৫ জুনের স্মারক সংখ্যা: রেজি/প্রশাসন-২/১০৩৪০ সংখ্যক অফিস আদেশের সংশোধনপূর্বক এ অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৫ জুলাই শেষ হয়েছে।  

বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১২(৬) ধারা বলে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোঃ আবু হাসানকে ৬ জুলাই পূর্বাহ্ন থেকে ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হলো।
দায়িত্বে থাকাকালীন তিনি প্রচলিত নিয়মে দায়িত্ব ভাতা ও অফিস প্রধানের অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।