ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

নতুন উপ-উপাচার্যের সঙ্গে শাবি প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
নতুন উপ-উপাচার্যের সঙ্গে শাবি প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতারা।

বুধবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ উপ-উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দেওয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আমার জন্য অনেক কষ্ট করেছেন, তাই উনার কাছেও আমি ঋণী। আমার দায়িত্ব পালনকালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। তাই সবার সহযোগিতা কামনা করছি।

নবনিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শাবি প্রেসক্লাব একযোগে কাজ করে যাবে।

সৌজন্য সাক্ষাৎকালে শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল হাসান,সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবাইদুল হক রবিন, কার্যকরী সদস্য শাদমান শাবাব, তানভীর হাসানসহ অন্যান্য সদ্যসরা উপস্থিত ছিলেন।  

এ সময় নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাবের নেতারা।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।