ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

ইমেরিটাস অধ্যাপক হচ্ছেন ঢাবির ৬ শিক্ষক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
ইমেরিটাস অধ্যাপক হচ্ছেন ঢাবির ৬ শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন সাবেক শিক্ষক।  
 

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এ সংক্রান্ত প্রস্তাব সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাস করা হয়।

 

ছয়জন শিক্ষক হলেন-ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা ৬ জন শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে প্রস্তাব করেছিলাম। আর সেটি একাডেমিক কাউন্সিলে পাস হয়েছে। সিন্ডিকেট সভায় পাস হওয়ার পর সেটা জানানো হবে।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা জুলাই ১৪,২০২৩
এসকেবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।