ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির দুই দপ্তরে নতুন মুখ

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
ইবির দুই দপ্তরে নতুন মুখ

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অফিস ও শারীরিক শিক্ষা বিভাগের নতুন দাপ্তরিক প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত দু’জনই ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন।

 

প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) এ কে এম শরীফ উদ্দীন এবং শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের উপ-পরিচালক জনাব শাহ্ আলম। এবং উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাদের এ পদে নিয়োগ দিয়েছেন।  

গতকাল ১৫ জুলাই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক দু’টি অফিস আদেশে এ তথ্য জানা গেছে।  

অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) এ কে এম শরীফ উদ্দীনকে প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক জনাব শাহ্ আলমকে শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে উপাচার্য নিয়োগ দিয়েছেন।  

ওই পদে দায়িত্ব পালনের জন্য তারা বিধি অনুযায়ী সুবিধাদিপ্রাপ্ত হবেন।

দায়িত্ব পেয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দীন বলেন, আমি চিঠি পেয়েছি। আমার দপ্তরের সবাইকে সঙ্গে নিয়ে ভালোভাবে অফিসের সব কাজ পরিচালনা করার চেষ্টা করব। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।  

উল্লেখ্য, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেলের মেয়াদ শেষ হওয়ায় উপ-পরিচালক শাহ্ আলম শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান মুন্সি সহিদ উদ্দীন মো. তারেকের মেয়াদ শেষ হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) এ কে এম শরীফ উদ্দীন।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।