ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

স্থগিত হলো শাবির সিন্ডিকেট নির্বাচন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
স্থগিত হলো শাবির সিন্ডিকেট নির্বাচন

শাবিপ্রবি, (সিলেট): অনিবার্য কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।



এতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১২ জুলাই ঘোষিত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল বাতিল ও অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিত করা হলো।

এদিকে ১২ জুলাই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরপর ১৩ জুলাই শোকাবহ অগাস্ট মাসে সিন্ডিকেট নির্বাচন আয়োজন বাতিলের অনুরোধ জানিয়ে রেজিস্ট্রারের কাছে চিঠি দিন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন। এরপর একই দাবিতে ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির কাছে চিঠি দেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার এ নির্বাচন স্থগিত করা হয়।

নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবন-২ এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত শাবিতে সর্বশেষ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। এর প্রায় চার বছর পর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি শাবির সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৬ জানুয়ারি উপাচার্যবিরোধী আন্দোলনের কারণে ওই নির্বাচন স্থগিত হয়। এবার শোকাবহ আগস্ট মাস নির্বাচন হওয়ায় শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে তা বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।