ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির পাঁচ সহকারী প্রক্টরে নতুন নিয়োগ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
ইবির পাঁচ সহকারী প্রক্টরে নতুন নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি): প্রতিষ্ঠানে সহকারী প্রক্টর পদে নতুন পাঁচ শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৪ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাদেরকে আগামী এক বছরের জন্য নিয়োগ দিয়েছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।

অফিস আদেশ সূত্রে, গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটু, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেনের মেয়াদ শেষ হয়।

তাদের স্থলে শূন্য এ পাঁচ পদে অর্থনীতি বিভাগের প্রভাষক ড. আরিফুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইয়ামিন মাসুম ও চারুকলা বিভাগের প্রভাষক তানিয়া আফরোজাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।