ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ২৭ জন গবেষক পিএইচডি, ১৫ জন এমফিল ও চারজন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে মো. ইসমাইল হোসেন সাদী, ইতিহাস বিভাগের অধীনে খাদিজা খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে নাদিয়া ফারজানা নিপা, মো. তৌহিদুল ইসলাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধীনে মোহাম্মদ আহসানুল হাদী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধীনে জেবুন্নেছা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, মৎস্য বিজ্ঞান বিভাগের অধীনে শিরিন সুলতানা, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধীনে অপু বিশ্বাস, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে রোজী সুলতানা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে মোছা. মুসলিমা খাতুন, ফলিত গণিত বিভাগের অধীনে কাজী একেরামূল হক, নাঈমা ইসলাম নিমা, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধীনে সাবিহা ফেরদৌসী কলি, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে মো. আমিরুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মো. নাজমুল হাসান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে মো. খসরুল আলম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে তরফদার মো. আরিফুর রহমান, ভূতত্ত্ব বিভাগের অধীনে মো. জোরাহের রাজা, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে মো. মনিরুজ্জামান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে সালেহ আহমদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধীনে মো. মমিন উল্যাহ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধীনে মো. বজলুর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে শেখ তাহমিনা আউয়াল, রেজিনা আহমেদ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে উম্মে সালমা মুন্নী এবং শক্তি ইনস্টিটিউটের অধীনে গৌর চাঁদ মজুমদার।
এমফিল ডিগ্রিপ্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে রায়হানা রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে নুসরাত জাহান রাত্রি, মাহমুদুল হাসান, মিজানুর রহমান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধীনে ফারজানা ববী, সুমাইয়া সুলতানা জ্যোতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে তানিয়া আহমেদ উমা, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে শারমিন আরা, শামান্তা ইসলাম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে এম এম শাকিল বিন জামান, প্রাচ্যকলা বিভাগের অধীনে খায়রুস মালিহা, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধীনে মু. মকসুদ আলী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে সুজিত রায়, ফাহমিদা খান এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে মোবাশ্বেরা হক।
ডিবিএ ডিগ্রিপ্রাপ্তরা হলেন- ম্যানেজমেন্ট বিভাগের অধীনে সাদিয়া শারমিন এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে মো. কামরুজ্জামান, এ কে এম গোলাম বাহারুল ও মীর শরিফুল বাশার।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসকেবি/আরবি