ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি প্রফেসর ইমেরিটাস হিসেবে নিয়োগ পাওয়ায় চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক মু. আবুল হাশেম খান এবং অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক মো. রফিকুন নবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন সংবর্ধনা প্রাপ্ত দুই ইমেরিটাস অধ্যাপক।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিল্পী অধ্যাপক মু. আবুল হাশেম খান ও অধ্যাপক মো. রফিকুন নবীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিল্পকর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে এই দুই বিদগ্ধ পণ্ডিত ভূমিকা রাখবেন এবং নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবেন বলে তিনি প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এসকেবি/ এসআইএস