ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির লাইফ সায়েন্সেস অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মামুন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
শাবিপ্রবির লাইফ সায়েন্সেস অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মামুন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লাইফ সায়েন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (৩০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. কামরুল ইসলামের মেয়াদ ২৮ অক্টোবর পূর্ণ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় আইনের ২৮(৫) ও ২৮(৬) ধারা অনুসারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল মামুনকে পরবর্তী দুই বছরের জন্য ডিন হিসেবে নিযুক্ত করা হলো। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ