ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

জবি ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
জবি ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল (৩৫), সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান সরকার সাইদী (২৯) ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (৩১)।

তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানায় পুলিশ।

এ বিষয়ে কোতয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শাহীনুর রহমান বলেন, তারা ঢাকা মহানগর এলাকায় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পুলিশসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হয়ে থাকেন। কোতোয়ালি থানার মে মাসের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ