ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে ১৩ কলেজে শতভাগ পাশ, কারাগারে থেকে দুই পরীক্ষার্থীও পাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
বরিশাল বোর্ডে ১৩ কলেজে শতভাগ পাশ, কারাগারে থেকে দুই পরীক্ষার্থীও পাশ

বরিশাল: এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১৩টি কলেজে সবাই শতভাগ পাশ করেছে।

রোববার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তিনি জানান, বোর্ডের ৩৩৫টি কলেজের ৬৭ হাজার ৪৬৫ শিক্ষার্থীরা ১৩১টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। যারমধ্যে ১৩টি কলেজের সব শিক্ষার্থী পাশ করেছে। আর এরমধ্যে সর্বোচ্চ বরিশাল ও পটুয়াখালী জেলায় চারটি করে আট কলেজে সবাই শতভাগ পাশ করেছে।

এরপর বরগুনা জেলায় দুইটি, ঝালকাঠি জেলায় দুইটি ও ভোলা জেলায় একটি কলেজের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। তবে এ বোর্ডে এবারেও এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে একজনও পাশ করেননি।

এছাড়া বোর্ডে আওতাধীন দুইজন পরীক্ষার্থী কারাগারে থেকে পরীক্ষা দিয়েও ভালো ফলাফল করে পাশ করেছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ