ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

শিক্ষা

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, মিলবে শতভাগ শিক্ষাবৃত্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, মিলবে শতভাগ শিক্ষাবৃত্তি

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর খ্যাতি, গবেষণার আধুনিকতা ও উচ্চশিক্ষার দারুণ সুযোগের কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা দিন দিন সেখানে পড়াশোনা করতে আগ্রহী হয়ে উঠছে। এছাড়া, স্নাতক শেষে চাকরি পাওয়ার সুযোগ ও স্থায়ী বাসস্থান লাভের সম্ভাবনা থাকায় উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার নতুন সুযোগগুলো সম্পর্কে জানার জন্য এডুকেশন কনসালটেন্সি ফার্ম পিএফইসি গ্লোবাল আয়োজন করেছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো’। শিক্ষা মেলাটি আগামী ৬ জানুয়ারি রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা আগামী সোমবার সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে জানতে পারবেন।

আয়োজকদের দাবি, ভর্তিইচ্ছুরা কোর্স, স্কলারশিপ, ভর্তির প্রক্রিয়া কিংবা গ্রাজুয়েশন পরবর্তী চাকরির সুযোগ নিয়ে সব প্রশ্নের উত্তর জানতে পারবেন অনুষ্ঠান থেকে। শিক্ষার্থীরা ইভেন্টে অ্যাপ্লিকেশন ফি ছাড়া সরাসরি তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন শতভাগ স্কলারশিপের সুযোগ।

পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ বলছে, এ আয়োজন শিক্ষার্থীদের জন্য এক দারুণ সুযোগ। এখানে শিক্ষার্থীরা শীর্ষ অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারবেন। তারা তাদের পছন্দের প্রোগ্রাম, বিষয় ও টিউশন ফি সম্পর্কেও বিস্তারিত তথ্য পাবেন।

অনুষ্ঠানে যারা অন স্পট অ্যাপ্লিকেশন করবেন তারা পাবেন একটি স্মার্টওয়াচ। আর যারা সফলভাবে ভিসা গ্রান্ট পাবেন তারা উপহার হিসেবে পাবেন একটি অ্যাকশন ক্যামেরা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।