ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২ মাসের সেশন জট নিয়ে বেরোবিতে নতুনদের ক্লাস শুরু

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
২ মাসের সেশন জট নিয়ে বেরোবিতে নতুনদের ক্লাস শুরু ক্লাস করছেন নবীন শিক্ষার্থীদের। ছবি: বাংলানিউজ

বেরোবি,(রংপুর): দুই মাসের সেশন জট নিয়ে শুরু হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বর্ষের ক্লাস।

রোববার (৩ মার্চ) আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত ২১টি বিভাগ।

গত বছরের ২ থেকে ৫ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

এরপর সাক্ষাতকারসহ বিভিন্ন জটিলতায় প্রায় দু’মাস বিলম্ব করার পর বিভিন্ন সমালোচনার মুখে সেন্ট্রাল ওরিয়েন্টেশন ছাড়াই ক্লাস শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দু’মাসের সেশন জট নিয়ে ক্লাস শুরুর ব্যাপারে জানতে চাইলে বেরোবি’র রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান বিশ্ববিদ্যালয়ের মূখপাত্র। তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।

এ বিষয়ে তাবিউর রহমান প্রধান বলেন, আমরা আসন শুন্য রেখে নবীনদের ক্লাস শুরু করতে চাইনি, তাই ক্লাস শুরু করতে দু’মাস দেরি হয়েছে। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং বিভাগগুলোর আন্তরিকতায় এটি কাটিয়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।