ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রভোস্টের পদত্যাগের দাবিতে ঢাবি রোকেয়া হলে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
প্রভোস্টের পদত্যাগের দাবিতে ঢাবি রোকেয়া হলে বিক্ষোভ বিক্ষোভ করছেন ছাত্রীরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন ছাত্রীরা।

মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিক থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তারা প্রভোস্টের পদত্যাগ দাবি করে স্লোগান দেন।

মাস্টার্সের ছাত্রী মুনিরা বাংলানিউজকে বলেন, আমাদের একটাই দাবি প্রভোস্ট ম্যামের পদত্যাগ করতে হবে। এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।