ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রযুক্তিবিহীন মানুষ মৃত মানুষের মতো: ইবি উপাচার্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
প্রযুক্তিবিহীন মানুষ মৃত মানুষের মতো: ইবি উপাচার্য

ইবি: ‘প্রযুক্তিবিহীন মানুষ মৃত মানুষের মতো। বর্তমান তথ্য-প্রযুক্তি মানুষের জীবনকে অনেক বদলে দিয়েছে। একুশ শতকের শিক্ষার মূল বৈশিষ্ট্যই হলো পঠন-পাঠন এবং গবেষণায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি করা। প্রযুক্তির যথাযথ ব্যবহার ছাড়া আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কখনোই আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া সম্ভব হবে না।’

বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় নবীন শিক্ষাকদের নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী এ কথা বলেন।

কর্মশালায় নবীন শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আপনারা আপনাদের ক্লাসরুমে শিক্ষার্থীদের সামনে যে বিষয়ে পাঠদান করছেন, সেই বিষয়ে আপনাদের আগে থেকেই পর্যাপ্ত জানতে হবে।

একজন ভালো শিক্ষকের সব থেকে বড় যোগ্যতা হলো সে তার শিক্ষার্থীর কাছে কঠিন বিষয়কে সহজভাবে তুলে ধরতে পারা।

দিনব্যাপী ‘টিচিং স্ট্র্যাটিজি ফর টারসিয়ারী এডুকেশন’ শীর্ষক এ কর্মশালায় আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কেএম আব্দুস ছোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ভারতের পন্ডিত জওহরলাল নেহেরু টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের টিআরআর কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট কবি, সমালোচক ও অনুবাদক ড. বিনা বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ, ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।