ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লায় পাসের হার ৮৭.১৬ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মে ৬, ২০১৯
কুমিল্লায় পাসের হার ৮৭.১৬ শতাংশ কুমিল্লা শিক্ষা বোর্ড

কুমিল্লা: এসএসসি ও সমমানের পরীক্ষায়  কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। যা গত পাঁচ বছরের ফলাফলের সর্বোচ্চ। এবার মোট ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন। আর উত্তীর্ণ হয়েছেন মধ্যে ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন হয়।

সোমবার (৬ মে) সকালে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

এ বোর্ডে গ্রুপ ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৯৭ দশমিক ৫৬ জন শিক্ষার্থী পাস করেছেন।

 

এবার কুমিল্লা মডার্ন স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৪২৬ জন। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে কুমিল্লা জিলা স্কুলের ৩৩৯ জন। নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৮৮ জন। ইবনে তাইমিয়া স্কুলের ২৭৯ জন, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২৪৭ জন।

এ শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলার ১৭১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ১৩২টি স্কুল।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ০৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।