ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ধানের ন্যায্যমূল্যের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
ধানের ন্যায্যমূল্যের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধানের ন্যায্যমূল্যের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

শেকৃবি: ধানসহ সব ধরনের কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকিসহ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরার দাবিতে মানববন্ধন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টায় কলেজগেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক শিমুল চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হলেও ধানের নিন্মমূল্যের কারণে উৎপাদন খরচ উঠাতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। মানববন্ধনে বিভিন্ন প্ল্যাকার্ড ও ধানের ছড়া হাতে নিয়ে কৃষকদের দুরাবস্থা ও তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপগুলো দাবি আকারে তুলে ধরেন শিক্ষার্থীরা।  

কৃষকদের দুরাবস্থা জাতির জন্য লজ্জাজনক উল্লেখ করে ড. কে বি এম সাইফুল ইসলাম বলেন, কৃষক শুধু মাঠেই আগুন দেয়নি, দিয়েছে ভদ্র সমাজের মানুষের গায়েও। কৃষিবিদ হিসেবে এ লজ্জা আমাদের সবচেয়ে বেশি।

শেকৃবির চতুর্থবর্ষের শিক্ষার্থী প্রান্তিক সৌরভ বলেন, কৃষিপ্রধান দেশে কৃষকেরা হলেন জাতির হৃদপিন্ড। কৃষকের কঠোর পরিশ্রমের মূল্য যদি না দেওয়া হয়, তাহলে পুরো দেশকেই এর দুর্ভোগ পোহাতে হবে।

মানববন্ধনে বক্তারা কৃষকদের ফসলের বিমা করে দালালদের সরকারি নজরদারির আওতায় আনার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭২৫, মে ১৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।