ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষে রোববার খুলছে শেকৃবি

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
ঈদের ছুটি শেষে রোববার খুলছে শেকৃবি

শেকৃবি: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার (১৬ জুন) থেকে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) খুলছে রোববার (১৬ জুন)। ওইদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয় সূত্র বিষয়টি জানিয়েছে। সূত্র বলছে, ওইদিন থেকেই প্রশাসনিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে।

 

 এর আগে গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত ১৬ দিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে ক্যাম্পাস খোলার আগের দিন শনিবারই ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে আবাসিক হলগুলোতে এখনও ক্যান্টিন না খোলায় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।