ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবির দুই সহকারী প্রক্টরসহ ৭ কর্মকর্তার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
হাবিপ্রবির দুই সহকারী প্রক্টরসহ ৭ কর্মকর্তার পদত্যাগ

দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবির) দুই সহকারী প্রক্টরসহ ৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

বুধবার (২৪ জুলাই) দুপুরে হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হকের কাছে ৭ কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেন।
 
পদকারী কর্মকর্তারা হলেন- হাবিপ্রবির সহকারী প্রক্টর ডা. মাহমুদুল হাসানা, সহকারী প্রক্টর সৌরভ পাল চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, ডা. হায়দার আলী এবং ডা. মিসরাত মাসুমা পারভেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হল সুপার ফরিদুল্লাহ ও ডরমিটরি-২ এর হল সুপার শক্তি চন্দ্র মণ্ডল।


 
হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক ৭ কর্মকর্তা পদত্যাগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
পদত্যাগপত্রে ৭ কর্মকর্তা উল্লেখ করেন, হাবিপ্রবির ভিসি কর্তৃক বিভিন্ন পদে নিয়োগ পেয়ে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তারা লক্ষ্য করেন, বর্তমান প্রশাসন বিভিন্নভাবে পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ড করে যাচ্ছে। যার কারণে তারা ওই পদে দায়িত্ব পালনে বিব্রত বোধ করেন। তাই তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।