ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল মান্নান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল মান্নান অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীর ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন করার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীকে মনোনীত করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উপাচার্য বলেন, অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীকে জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার দু’জন সহকারী নির্বাচন কমিশনার বাছাই করে জাকসুর পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করবেন।

অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, জাকসু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাসহ সব শ্রেণির সহযোগিতা সবচেয়ে জরুরি। আমি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আমার প্রাথমিক কথাবার্তাও হয়েছে।

তিনি বলেন, এখনও লিখিত আদেশ হাতে পাইনি। আদেশ পেলে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবো।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনের আগে উপাচার্য ফারজানা ইসলাম জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং এ বছরের নভেম্বরে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।