ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা ১৭ আসনে মনোনয়ন জমা দেবেন কাজী মামুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
ঢাকা ১৭ আসনে মনোনয়ন জমা দেবেন কাজী মামুন

ঢাকা: জাতীয় সংসদের ঢাকা ১৭ আসনের আসন্ন উপনির্বাচনে রওশন এরশাদ মনোনীত লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মো. মামুনূর রশিদ বুধবার (১৪ জুন)  মনোনয়নপত্র জমা দেবেন।

মঙ্গলবার (১৩ জুন) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার দুপুর ১২ টায় পার্টির শীর্ষনেতা ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে মো. মামুনূর রশিদের মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে যাবে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল। এরইমধ্যে মঙ্গলবার ১৩ জুন আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

প্রতিনিধি দলে থাকবেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, সাবেক এমপি নুরুল ইসলাম মিলন, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, খন্দকার মনিরুজজ্জামান টিটু, শাহ জামাল রানা, পীরজাদা জুবায়ের আহমেদ, দয়াল কুমার বড়ুয়া, আমিনা হাসান, ছাত্রনেতা আবু সাঈদ লিয়ন।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এসএমএকে/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।