ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দুর্নীতি রোধে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চায় ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
দুর্নীতি রোধে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চায় ইসি

ঢাকা: দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে (ইটিআই) কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদের নেতৃত্বাধীন কমিটি সম্প্রতি এই সুপারিশ করেছে।

ইসি কর্মকর্তারা বলছেন, বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তির জন্য যাদের তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, তাদের মধ্যে কোনো কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন না। এতে যথাসময়ে বিভাগীয় মামলা নিষ্পত্তি সম্ভব হয় না।

এ প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত কাজ সম্পন্নের জন্য একটি নির্ধারিত সময় দেওয়া ও নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মতামত ব্যক্ত করেন।

এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ মডিউলে বিষয়টি অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি।

এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাহমিদা আহমদ ইটিআই মহাপরিচালককে প্রশিক্ষণ মডিউলে বিষয়টি অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।