ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১৭ আসনে জাপার প্রার্থী কে, জানা যাবে রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
ঢাকা-১৭ আসনে জাপার প্রার্থী কে, জানা যাবে রোববার

ঢাকা: রাজনীতির ময়দানে দেবর-ভাবির লড়াই ফের প্রকাশ্যে এলো। কেননা, জাতীয় পার্টির (জাপা) শীর্ষ এ দুই নেতার পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দলটির চেয়ারম্যান জি এম কাদের পন্থি মেজর (অব.) আনিছুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগের দিন রওশর এরশাদ পন্থি মো. মামুনুর রশীদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। তারা পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গেও সাক্ষাৎ করেন। কমিশনকে তারা মো. মামুনুর রশীদকেই জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মূল্যায়ন করার জন্য দাবি জানান।

এ বিষয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন বলেন, আইন-বিধি দেখে আরপিও দেখে যাচাই-বাছাইয়ের দিন জানাবো। কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে চাপ নেই। আগামী রোববার (১৮ জুন) সকাল ১১টায় জানিয়ে দেওয়া হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দলীয় প্রতীকে কোনো প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে সংশ্লিষ্ট দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা তাদের মনোনীত কোনো ব্যক্তির মনোনীত হতে হয়। আইনের এ বিষয়টির ব্যত্যয় হলে সংশ্লিষ্ট ব্যক্তির মনোনয়নপত্র বাতিল হবে।

তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।