ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আবুধাবিতে স্মার্টকার্ড বিতরণ শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
আবুধাবিতে স্মার্টকার্ড বিতরণ শুরু মঙ্গলবার

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড প্রদান শুরু হবে আগামী মঙ্গলবার (১১ জুলাই)।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান পরীক্ষামূলক এই কার্যক্রমটির উদ্বোধন করবেন।

তার সঙ্গে ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন কর্মকর্তারাও যাবেন।

আগামী ১১ জুলাই আবুধাবি এবং ১৩ জুলাই দুবাইতে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে যাদের ভোটার কার্যক্রম সম্পন্ন হয়েছে এমন ব্যক্তিদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। ইতোমধ্যে আবুধাবিতে বিতরণের জন্য ৪২টি এবং দুবাইতে বিতরণের জন্য ৮১টি স্মার্টকার্ড প্রস্তুত করা হয়েছে।

গত ১৮ মে সংযুক্ত আবার আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় এনআইডি কার্যক্রম শুরু করে ইসি। এক্ষেত্রে যে সব নাগরিক ফরম পূরণ করেছিলেন, তাদের নিজ নিজ উপজেলা থেকে ফরমের দেওয়া তথ্য যাছাইয়ের পর এনআইডির জন্য অনুমোদন দিচ্ছে ইসি।

আমিরাতে এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে আরও ৪০টি দেশে এই কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।