ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বনানী বিদ্যানিকেতনে ভোটার ১৭৪৭৬, দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৭৪৪টি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
বনানী বিদ্যানিকেতনে ভোটার ১৭৪৭৬, দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৭৪৪টি

ঢাকা: জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি সেভাবে না থাকলেও দুপুরের পর তা ধীরে ধীরে বাড়ছে।

সোমবার (১৭ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট পড়েছে ৭৪৪টির মতো।

যেখানে সাত কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে মোটা ভোটার ১৭ হাজার ৪৭৬ জন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার সংঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে৷ সকাল সাড়ে ৯ টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, আনসার ও বর্ডার গার্ডের জোয়ানরা সতর্ক প্রহরায় রয়েছেন।

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৬৮ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজু কুমার সরকার বলেন, আমার কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৫১৭ জন। সবাই পুরুষ ভোটার। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১২০টির মতো।

৬৯ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রুহিন হোসেন বলেন, আমার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৫ জন৷ সবাই পুরুষ৷ দুপুর পৌনে ১২টা পর্যন্ত দুই শতাধিক ভোট পড়েছে এই কেন্দ্রে।

৭০ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাহমুদুর হাসান বলেন, আমার কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৫২০ জন। সবাই পুরুষ ভোটার। দুপুর ১২টা পর্যন্ত ১১৪টি ভোট পড়েছে।

৭১ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শুভ্র দেব প্রামাণিক বলেন, আমার কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৪৮৪ জন। সবাই পুরুষ ভোটার। দুপুর ১২টা পর্যন্ত ১০০টির মতো ভোট পড়েছে।

৭২ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদউদ দৌলা চৌধুরী বলেন, আমার কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৬২৫ জন। সবাই নারী ভোটার৷ দুপুর ১২টা পর্যন্ত ৫০টি ভোট পড়েছে।

৭৩ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তানভীর আহমেদ বলেন, আমার কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৬২৮ জন। সবাই নারী ভোটার। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রে ভোট পড়েছে ১০০ এর অধিক।

৭৪ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরীফ খুরশীদ আলম বলেন, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৬৭৭ জন৷ সবাই মহিলা ভোটার। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬০টি।

প্রায় সবাই বলেছেন, সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে।

এসব কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসেন খান বলেন, ভোটের পরিবেশ অত্যন্ত ভালো৷ ভোটাররা সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট দিচ্ছে ৷ আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পর্যবেক্ষক রয়েছেন। সকালে ভোটার কম থাকলেও এখন সেই সংখ্যা বেড়েছে।

এই কেন্দ্রে ভোট দিতে আসা আমেনা খাতুন বলেন,  বাসায় কাজ আছে, ভোটটা দিয়ে চলে যাব। হন্ত দন্ত হয়ে ভোটকেন্দ্রে ঢুকলেন তিনি।  

ক্ষুদ্র ব্যবসায়ী আমিরুল হক। তিনি ভোট দিয়ে বুথ থেকে বের হলেন। বললেন, কোনো সমস্যা নেই। লোক কম, সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোট নেওয়ার জন্য বসে আছে, লোক নেই। গেলে সবাই ভোট দিতে সহযোগিতা করছে।

অবসার প্রাপ্ত সত্তরোর্ধ্ব সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম সস্ত্রীক ভোট দিয়ে বের এসে স্কুলের প্রশাসনিক ভবনের নিচে বসে ছিলেন।  

ভোট দেওয়ার পর কাজী ‍ শরিফুল ইসলামের অনুভূতি, ভাল লেগেছে। ভোটারের উপস্থিতি কম। তবে দুপুরের পর ভোট দেওয়ার হার বাড়বে। সাম্প্রতিক সময়ে মানুষ ভোট কম দিচ্ছে। আজও তার ব্যতিক্রম হয়নি।

তিনি নিজের থেকেই ইউরোপীয় ইউনিয়নের ভোট নিয়ে তৎপরতাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এসে আমাদের দেশের ভোট নিয়ে বড় বড় কথা বলছে, তাদের দেশেও তো ২/৩ শতাংশের বেশি মানুষ ভোট দিতে যায় না। ভোট দেওয়ার জন্য মানুষকে বাড়ি থেকে ডেকে আনা লাগে।

ভোট দিতে এসে জনৈক রাজিউদ্দিন কেন্দ্রে ঢুকেই তার বুথ কোনটি জানতে চান। রাজিউদ্দিনের এনআইডি সাথে থাকলেও বুথ নম্বর কেউ বলে দেয়নি।  

কেন্দ্রে পুরুষ বুথগুলোতে নৌকা ও নাঙ্গল প্রতীকের এজেন্ট রয়েছে। নারী বুথে নৌকা ও নাঙ্গলের পাশাপাশি একতারার এজেন্ট রয়েছে।  

এজেন্টরা সবাই জানালেন, ভোট দেওয়ার ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া বা প্রভাব বিস্তারের কোন ঘটনা  ঘটছে না। যার যার মতে ভোট দিয়ে চলে যাচ্ছে। ভোটারের কম উপস্থিতিতে তারাও হতাশ।

আজ সকাল ৮টা থেকে শুরু হয় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ঢাকা-১৭ আসনে মোট আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম), নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির  সিকদার আনিসুর রহমান, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, ছড়ি প্রতীকের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট'র মো. আকতার হোসেন, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভুইয়া ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী কাজী মো. রাশেদুল হাসান।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসসি/জেডএ/ইএসএস/এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।