ঢাকা: সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দুটি ভোটকেন্দ্রে ১ শতাংশ ভোটও পড়েনি। ৫ শতাংশের নিচে ২৩টি কেন্দ্রে ভোট পড়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইনের তৈরি করা কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
পর্যালোচনায় দেখা গেছে, ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে ভোটের হার ১ শতাংশের নিচে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট পড়েছে শূন্য দশমিক ৯৫ শতাংশ (১৯৯৮ ভোটের মধ্যে ১৯টি) ও শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল কেন্দ্রে ভোট পড়েছে শূন্য দশমিক ৯৯ শতাংশ ভোট (২৪২৯টি ভোটের মধ্যে ২৪টি।
আর সবচেয়ে বেশি ভোট পড়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় পশ্চিম ভাসানটেক ভোটকেন্দ্রে, ২৮ দশমিক ৯৯ শতাংশ (২৯৮৪ ভোটের মধ্যে ৮৬৫টি)। ৫ শতাংশের নিচে ভোট পড়েছে ২৩টি কেন্দ্রে। ২০ শতাংশের ওপরে পড়েছে ১১টি কেন্দ্রে।
এছাড়া এক শতাংশের ঘরে একটি কেন্দ্রে, দুই ২ শতাংশের ঘরে ভোট পড়েছে পাঁচটি কেন্দ্রে, তিন শতাংশের ঘরে পড়েছে নয়টি কেন্দ্রে, চার শতাংশের ঘরে পাঁচটি কেন্দ্রে, পাঁচ শতাংশের ঘরে পড়েছে চারটি কেন্দ্রে, ছয় শতাংশের ঘরে ছয়টি কেন্দ্রে, সাত শতাংশের ঘরে সাতটি কেন্দ্রে, আট শতাংশের ঘরে আটটি কেন্দ্রে, নয় শতাংশের ঘরে আটটি কেন্দ্রে এবং ১০ শতাংশের ঘরে আটটি কেন্দ্রে ভোট পড়েছে।
১১ শতাংশের ঘরে ভোট পড়েছে ১১টি কেন্দ্রে, ১২ শতাংশের ঘরে পড়েছে ছয়টি কেন্দ্রে, ১৩ শতাংশের ঘরে পড়েছে পাঁচটি কেন্দ্রে, ১৪ শতাংশের ঘরে পড়েছে আটটি কেন্দ্রে, ১৫ শতাংশের ঘরে ভোট পড়েছে তিনটি কেন্দ্রে, ১৬ শতাংশের ঘরে ভোট পড়েছে পাঁচটি কেন্দ্রে, ১৮ শতাংশের ঘরে ভোট পড়েছে আটটি কেন্দ্রে, ১৯ শতাংশের ঘরে ভোট পড়েছে তিনটি কেন্দ্রে।
এদিকে ২০ শতাংশের ঘরে ভোট পড়েছে দুটি কেন্দ্রে, ২১ শতাংশের ঘরে ভোট পড়েছে দুটি কেন্দ্রে, ২২ শতাংশের ঘরে ভোট পড়েছে একটি কেন্দ্রে, ২৩ শতাংশের ঘরেও ভোট পড়েছে একটি কেন্দ্রে, ২৪ শতাংশের ঘরে ভোট পড়েছে তিনটি কেন্দ্রে, ২৫ শতাংশের ঘরে ভোট পড়েছে একটি কেন্দ্রে এবং ২৮ শতাংশের ঘরে ভোট পড়েছে একটি কেন্দ্রে।
১৭ জুলাই অনুষ্ঠিত এ নির্বাচনে নির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) পেয়েছেন পাঁচ হাজার ৬০৯ ভোট, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট, ছড়ি প্রতীকের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটর মো. আকতার হোসেন পেয়েছেন ৬৪ ভোট, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান পেয়েছেন ২০২ ভোট, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভুইয়া পেয়েছেন ৫২ ভোট ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান পেয়েছেন ৯২৩ ভোট। এক্ষেত্রে হিরো আলম ছাড়া অন্য ছয় প্রার্থীর জামানত বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইনের ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে আটজন প্রার্থী পেয়েছেন মোট ৩৭ হাজার ৩৭ ভোট। আর বাতিল হয়েছে ৩৮৩ ভোট। সর্বমোট ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি। ঢাকা-১৭ আসনে ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। অর্থাৎ ভোট পড়ার হার ১১ দশমিক ৫১ শতাংশ।
আলোচিত ইউটিউবার স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ২৩ হাজার ২০৭ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের কাছে পরাজিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
ইইউডি/এএটি