ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল! সিইসি কাজী হাবিবুল আউয়াল।

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথমার্ধে হতে পারে বলে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, আমরা রোডম্যাপে বলে দিয়েছি নির্বাচন হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।

এক্ষেত্রে অক্টোবরের আগে তফসিল ঘোষণা সম্ভব হবে না। তফসিল ঘোষণার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। এটা কমিশন বৈঠকে বসে সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে সময় হলেই তফসিল দেওয়া হবে।

সংবিধান অনুযায়ী, নির্বাচিত সংসদের মেয়াদ প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। একাদশ সংসদের প্রথম সভা হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। এই হিসাবে বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী মেয়াদপূর্তির কারণে সাধারণ নির্বাচন করতে হবে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে। এই হিসাবে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ১ নভেম্বর।

সময় গণনা শুরুর আগে তফসিল দেওয়া যাবে কি না, তা নিয়ে আইনে কোনো বাধা নিষেধ নেই।

সম্প্রতি অনুষ্ঠিত চার সিটি নির্বাচনে প্রথা ভেঙে সময় গণনা শুরুর আগেই তফসিল দিয়েছিল ইসি। আর এমন সিদ্ধান্তে গেলে অক্টোবরেই তফসিল ঘোষণা দিতে পারে সংস্থাটি। অন্যথায় নভেম্বরে তফসিল হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।