ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রশাসনিক কর্মকর্তার পদে পদোন্নতির উদ্যোগ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
প্রশাসনিক কর্মকর্তার পদে পদোন্নতির উদ্যোগ ইসির

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় বর্তমানে প্রশাসনিক কর্মকর্তার সংকটে ভুগছে। কেননা, ১০ম গ্রেডের এই পদে ৪৮টির মধ্যে ৩৭টিই শূন্য।

ফলে প্রশাসনিক কাজে নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে সংস্থাটি।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে অনেক স্টোনেগ্রাফারকে চলতি দায়িত্ব দিয়ে এ পদে কাজ চালানো হচ্ছে। তাই এ পদে পদোন্নতি দেওয়ার জরুরি হয়ে পড়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক দেবনাথ এ বিষয়ে জানিয়েছেন, ১০ম গ্রেডের শূন্য পদগুলোতে জনবল পদায়ন না থাকায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নানাবিধ অসুবিধা হচ্ছে। তাই নিয়োগ বিধিমালা অনুসারে ৪০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে ১০ম গ্রেডের পদ পূরণ করা প্রয়োজন।

সম্প্রতি নিয়ে মাসিক সমন্বয় সভাতেও আলোচনা হয়েছে। সেখানে পদোন্নতির বিষয়ে একমত পোষণ করেছে সকলেই। পরবর্তীতে ইসির সচিব মো, জাহাংগীর আলম পদটিতে পদোন্নতির কার্যক্রম হাতে নিতে ইসির প্রশাসন বিভাগকে ব্যবস্থা নিতে বলেছেন।

এদিকে ইসি সচিবালয়ের কর্মকর্তারা নির্বাচনকালীন আপ্যায়ন ভাতা পেলেও মাঠ কর্মকর্তারা তা পেতেন না। এজন্য একটি নীতিমালা প্রণয়ন করছে সংস্থাটি। নীতিমালাটি অনুমোদন পেলে মাঠ কর্মকর্তারাও আপ্যায়ন ভাতা পাবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।