ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিদেশি পর্যবেক্ষক নীতিমালা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
বিদেশি পর্যবেক্ষক নীতিমালা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক বুধবার

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা ঠিক করতে আন্তঃমন্ত্রণালয়ের মতামত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টায় ইসির সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এনবিআর এবং তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, এর আগে ইসি সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কিছু সুবিধা চেয়েছে ইউরোপিয় ইউনিয়ন। তারা কিছু যন্ত্রপাতি আনতে চায়। এক্ষেত্রে কিভাবে তাদের সহায়তা করা যায়, সে বিষয়েই আলোচনা হবে বৈঠকে।

আগামী নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আর নির্বাচন হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে। বিদেশি পর্যবেক্ষকদের একটু আগে ভাগেই আবেদন করতে হয়। কেননা, তাদের আবেদনগুলো যাচাই-বাছাই করে ভিসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।