ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে জানিয়েছেন, প্রথম ধাপে অন্তত আটজনকে আমন্ত্রণ জানানো হবে। এতে গণমাধ্যম সম্পাদক, সাবেক আমলা, নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বরের বৈঠকের পর অন্যদের সঙ্গে কবে বৈঠক হবে তা নির্ধারণ করা হতে পারে।
এর আগেও বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। তবে নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকতে ফের সংলাপে বসছে ইসি।
ইতোমধ্যে সিইসি জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
ইইউডি/এসআইএ