ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শনিবার ৪৪ দলের সঙ্গে ফের ইসির সংলাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
শনিবার ৪৪ দলের সঙ্গে ফের ইসির সংলাপ

ঢাকা: নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার (৪ নভেম্বর) নিবন্ধিত ৪৪টি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি জানান, শনিবার সারাদিন বৈঠক করবে ইসি।

এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এখন দলগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকদের চিঠি দেওয়া হবে।

এর আগেও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ইসি। তবে সংসদ নির্বাচনের আগে ফের বসতে চায় সংস্থাটি। আগেরবার বিএনপিকে সংলাপে ডাকা হয়েছিল। কিন্তু কোনো সাড়া মেলেনি। এবারের সংলাপেও দলটিকে ডাকা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।