ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কচুয়ায় আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
কচুয়ায় আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় উপজেলা আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।  

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

সভায় সবার সম্মতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরওয়ারকে প্রধান সমন্বয়কারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সাইফুল ইসলামকে সভাপতি ও সাধারণ সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিককে সদস্য সচিব করে এই নির্বাচনে কমিটি করা হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক, মীর ফজলে সাঈদ ডাবলু, তথ্য গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ কচুয়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।