ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শার্শায় নৌকা প্রার্থী শেখ আফিল উদ্দিন নির্বাচিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
শার্শায় নৌকা প্রার্থী শেখ আফিল উদ্দিন নির্বাচিত

বেনাপোল (যশোর): দ্বাদশ সংসদ নির্বাচন যশোর-১ শার্শা আসনে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন ১ লাখ ৬ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন।  

রোববার(৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার সময় শার্শা উপজেলা রিটার্নিং অফিসার নয়ন কুমার রাজবংশী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

 

এদিকে বেলা সাড়ে ১১টার সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার,  অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।

এছাড়া নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম লিটন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৭৮ ভোট। এছাড়া জাতীয় পার্টির আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯০৮ ভোট।

জানা যায়, যশোর-১ শার্শা আসনে ১০২টি ভোট কেন্দ্রে ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ হয়। এর মধ্যে পুরুষ কক্ষ ৩১৭টি ও মহিলা কক্ষ ৩৪৪টি। এ আসনে ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন। মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন এবং হিজড়া ভোটার রয়েছে ২ জন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ৭ জানুয়ারি, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।