ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশাল-১ আসনে আবুল হাসানাত জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বরিশাল-১ আসনে আবুল হাসানাত জয়ী

বরিশাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আবুল হাসানাত আব্দুল্লাহ। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৭২ হাজার ৬৫৫ ভোটের ব্যবধানে জয়ী হন।

রোববার (৭ জানুয়ারি) রিটানিং কর্মকর্তা বরিশালের জেলা প্রশাসক শ‌হিদুল ইসলাম বেসরকা‌রিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট। এ আসনে এনপিপির  আম প্রতীকের প্রার্থী মো. তুহিন পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট।

বরিশাল-১ আসনে ১২৯ কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। এ আসনে ভোটার ছিল ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন। এর মধ্যে ১ লাখ ৮৪ হাজার ৩৪ ভোট পড়েছে। ভোটের হার ছিল ৬০ দশমিক ৫০ শতংশ। এ আসনে এক হাজার ৯১৭ ভোট বাতিল হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়া‌রি ০৭, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।