ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সপ্তমবাবের মত নির্বাচিত বীর বাহাদুর উশৈ শিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
সপ্তমবাবের মত নির্বাচিত বীর বাহাদুর উশৈ শিং

বান্দরবান: দ্বাদশ সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈ শিং। তিনি পেয়েছেন এক লাখ ৭২ হাজার ৬৭১ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের এ টি এম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩৬১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত দশটায় রিটার্নিং কর্মকর্তা ও বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

এ সময় তিনি বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈ শিংকে বিজয়ী ঘোষণা করেন। জেলায় মোট ৬৪ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।

এরআগে, সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

প্রসঙ্গত, বান্দরবান ৩০০ নম্বর আসনে মোট ভোটার দুই লাখ ৮৮ হাজার ৩০ জন। আসনটির ১৮২টি ভোটকেন্দ্রের ৭২৭টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ